Open in alternate window

কিতাবুল ইস্তি'যান

হাদিছ নং ৫৭৮৯

সালামের সুচনা

হযরত আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত। নবি করিম (স) বলেছেন, আল্লাহ তায়ালা আদম (আঃ) কে তাঁর ( আদম (আ) এর নিজের গঠন-আকৃতিতেই সৃষ্টি করেছেন। তাঁর উচ্চতা ছিল ষাট হাত। আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করে বললেন, যাও, ফেরেশ্তাদের অবস্থানরত দল কে সালাম কর এবং তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগ দিয়ে শুন।এটাই হবে তোমার ও তোমার সন্তানদের সালাম; সুতরাং আদম (আঃ) গিয়ে বললেন, আসসালামু আলাইকুম,( অর্থাৎ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক)ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমুতুল্লাহ ( অর্থাৎ আপনার উপরও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হউক।)ফেরেশতারা "ওয়া রাহমুতুল্লাহ" অংশ বৃদ্ধি করলেন,। অতঃপর যারা জান্নাতে যাবে তারা প্রত্যেকেই আদম (আঃ) এর আকৃতিবিশিষ্ট হবে। তখন হতে এখন পর্যন্ত মানুষের উচ্চতা ক্রমাগত হ্রাস পেয়েই আসছে।