Open in alternate window

কিতাবুস সালাত (99-130)

হাদীছ নং ৩৩৬

হযরত আনাস ইবনে মালেক(রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন,হযরত আবু জর (রাঃ)বর্ননা করতেন, রাসুলুল্লাহ(শ) বলেছেন মক্কায় থাকা কালে এক রাতে আমার গৃহের ছাদ বিদীর্নকরা হল,এবং জিব্রাইল(আঃ) অবতরন করে আমার বক্ষ ছিড়ে ফেললেন। তারপর তা জমজমের পানি দিয়ে ধুলেন। তারপর জ্ঞান ও ইমানে ভর্তি একটি স্বর্ণপাত্র এনে আমার বক্ষে ঢেলে দিলেন।তারপর তা বন্ধ করে দিলেন।পরে তিনি আমার হাত ধরে আকাশ অভিমুখে নিয়ে গেলেন।যখন আমি নিকটবর্তি আকাশে পৌছলাম তখন জিব্রাইল (আঃ)গগনদার রক্ষীকে বললেন,দরজা খোল। সে বলল,কে? জিব্রাইল(আঃ) বললেন,আমি। সে বলল, আপনার সাথে কেউ আছে কি? তিনি বললেন হ্যাঁ!আমার সাথে মুহাম্মদ(সঃ)। সে পুনারায় বলল,তাকে কি ডাকা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ!আমরা নিকটবর্তি আসমানে আরোহন করে দেখলাম, সেখানে একজন লোক বসে আছে এবং তার ডান ও বাম পাশে অনেক লোক সমবেত।সে বাম দিকে তাকালে হাসে এবং বাম দিকে তাকালে কাদে। সে বলল, স্বাগতম হে পুণ্যবান নবী! হে পুণ্যবান সন্তান!আমি জিব্রাইল(আঃ) কে জিজ্ঞেস করলাম, ইনি কে? তিনি বললেন, আদম(আঃ)।ডানে ও বামে এগুলো তাঁর সন্তানদের আত্বা। ডানদিকের গুলো জান্নাতী এবং বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য ডান দিকে তাকালে হাসেন এবং বাম দিকে তাকালে তখন কাদেন।তারপর তিনি আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে আরোহন করলেন,এবং দাররক্ষীকে বললেন,দরজা খোল। সে তাঁকে প্রথম দাররক্ষীর ন্যায় জিজ্ঞেস করল।তারপর দরজা খুলল।
মতান্তরে আনাস বলেন,তিনি বলেছেন, তিনি আসমান সমুহে আদম,ইদ্রিস,মুসা,ঈসা,ও ইব্রাহীম(আঃ) এর সাথে সাক্ষাৎ করেছেন।কিন্তু তিনি তাদের নির্দিষ্ট অবস্থানের কথা বলেননি।