Open in alternate window

কিতাবুল আযান (131-167)

হাদীছ নং ৫৬৮

হযরত আনাস(রাঃ)বলেন,(নামাযের জন্য আহবান করা সম্পর্কে আলোচনা প্রসংগে সাহাবারা আগুন জ্বালানো অথবা ঘন্টা বাজানোর প্রস্তাব দিলেন।কিন্তু এটা ইয়াহুদী ও নাছারাদের প্রথা বলে মন্তব্য করা হল।তারপর বেলাল কে আযানের বাক্য দুবার করে এবং একামতের বাক্য একবার করে বলার নির্দেশ দেয়া হল।