Open in alternate window

কিতাবুল মানাকিব

হাদীছ নং ৩২৩৩

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,জিজ্ঞেস করা হল, হে আল্লার রাসুল!মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল কে?
তিনি বললেন,তাদের মধ্যে যে ব্যক্টি আল্লাহ তায়ালাকে বেশী ভয় করে।সাহাবারা বললেন,আমরা এ কথা জিজ্ঞেস করিনি।তিনি বললেন তবে আল্লাহর নবী ইউসুফ (আঃ।