হাদীছ নং ৩৫৪৭
জাবের ইবনে আবদুল্লাহ(রাঃ)কর্তৃক বর্ণীত।তিনি বলেন,নবী(ছঃ)এর নবিয়ত লাভের পুর্বে যখন কাবা গৃহ নির্মান শুরু হয়,নবী(সঃ) ও আব্বাস (রাঃ) পাথর বয়ে আনতে যান,তখন আব্বাস(রাঃ)নবী(সঃ) কে বললেন,তুমি তোমার লঙ্গিটি (খুলে) কাধের উপর রাখ,এতে পাথরের ঘর্ষন হতে রক্ষা পাবে।(পিতৃব্যের কথা তিনি ড়াখতে যাচ্ছিলেন)এমন সময় তিনি(আচেতন হয়ে)মাটিতে পরে গেলেন।আর তাঁর চোখ দুটির দৃস্টি আসমানের দিকে নিবদ্ধ ছিল।হুশ ফিরে পেয়ে তিনি বলতে লাগলেন,আমার লুঙ্গি,আমার লুঙ্গি,তখন তাঁকে লুঙ্গি পরিয়ে দেয়া হল।
 
 
 
