হাদীছ নং ১৯০৫
হযরত আবু হুরায়রা(রাঃ)হতে বর্ণিত।তিনি বলেন,তোমরা বলে থাক,হযরত আবু হুরায়রা রাসুলুল্লাহ(সঃ)হতে বহু হাদীছ বর্ননা করে থাকে;কিন্তু আনসার আর মুহাজিরদের কি হল যে,তারা রাসুলুল্লাহ(সঃ) হতে আবু হুরায়রার ন্যায় হাদীছ বর্ননা করতে পারেনা? আসল ঘটনা হল যে,আমাদের মুহাজির ভাই যারা অধিকাংশ সময় বাযারে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকেন।আর আমার পেটে যদি ক্ষুধা না থাকে তবে আমি রাসুলুল্লাহ (সঃ) এর সাহচর্য আবশ্যকীয় মনে করি। সুতরাং তারা যখন অনুপস্থিত থাকে আমি তখন উপস্থিত থাকি।তারা যকন ভূলে যায় আমি তখন স্মরন রাখি।আর আমাদের আনসার ভাইদের বৈষয়িককারবারের ব্যতিব্যস্ততার কারনে খুব কম অবসর মেলে। আমি আহলে ছুফফাদের মধ্যে জৈনক গরীব ব্যাক্তি।তারা ভূলে যায়;কিন্তু আমি সযত্নে মনে রাখি।কোন এক সময় রাসুলুল্লাহ(সঃ) কথা প্রসঙ্গে বলেছিলেন,আমার কোন কিছু বলার সময়যদি কেউ তার বস্ত্র বিছিয়ে দেয় এবং আমার কথা শেষ হওয়ার পর তা গুটিয়ে নেয়,তবে আমার বর্ণিত বক্তব্য সকলই সে নির্ভুল ভাবে স্মরন রাখতে পারবে। আবু হুরায়রা (রাঃ) বলেন,(ঐ কথা শুনে) আমি আমার গায়ের চাদর বিছিয়ে রাখলাম এবং তিনি কথা শেষ করলে আমি তা গুটিয়ে নিয়ে আমার বক্ষে চেপে ধরলাম। ঐ সময় হতে আমি রাসুলুল্লাহ(সঃ) এর কোন কথাই ভুলিনি।
 
 
 
