Open in alternate window
যাকাত ওয়াজিব হওয়া হাদিছ নং ১৩০৪

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্নিত। নবী(ছঃ)মুয়ায (রাঃ)কে ইয়ামানে পাঠালেন এবং তাকে বললেন,তুমি প্রথম তাদেরকে এ সাক্ষ্য দিতে বলবে যে,আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই,এবং আমি (মুহাম্মদ) আল্লাহর প্রেরিত।তা যদি তারা মেনে নেয়,তাদেরকে বলবে,আল্লাহ তাদের উপর তাদের ধনদৌলতে ছদকা ফরয করেছেন।
তা তাদের ধনিদের নিকট থেকে সংগ্রহ করে তাদের গরিবদের নিকট প্রদান করা হবে।