Open in alternate window

কিতাবুত তাওহীদ

হাদিছ নং ৬৮৫৯

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের মুক্তকৃত ক্রীতদাস আবু মা'বাদ(রাঃ) থেকে বর্নিত।তিনি বলেন,আমি আবদুল্লাহ ইবনে আব্বাস(রাঃ)কে বলতে শুনেছি,নবী করিম(সঃ)যখন মুয়ায ইবনে যাবাল কে ইয়ামনবাসীদের উদ্দেশ্যে পাঠালেন,তখন তিনি তাকে বলে দিলেন,তুমি আহ্লে কিতাবদের একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ,সুতরাং প্রথমেই যে কথাটি বলে তুমি তাদেরকে দাওয়াত দিবে তা হল,আল্লাহর তাওহীদকে মেনে নেয়া।তারা এতা মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও যে,আল্লাহ তায়ালা তাদের জন্য দিন রাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন।তারা নামায পড়লে তাদেরকে জানিয়ে দাও যে,আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে যাকাত ফরয করেছেন।যা তাদের ধনীদের নিকট হতে গ্রহন করে তা গরিবদের নিকট বন্টন করা। তারা এ ব্যবস্থা মেনে নিলে তাদের থেকে যাকাত গ্রহন কর।তবে এক্ষেত্রে তাদের সম্পদের উত্তম অংশ গ্রহন করা হতে বিরত থাক।