Open in alternate window

কিতাবুল ক্বদর

হাদীছ নং ৬১৩৭

হযরত আবদুল্লাহ িবনে মাসউদ(রাঃ)থেকে বর্নিত,তিনি বলেন রাসুলুল্লাহ(সঃ) যিনি সত্যবাদী এবং সত্যভাষী হিসাবে স্বীকৃত -আমাদেরকে বলেছেন,তোমাদের প্রত্যেককেই চল্লিশ দিন পর্যন্ত মাতৃ উদরে(বীর্য হিসাবে)জমা রাখা হয়।তারপর (দ্বিতীয়)চল্লিশ দিনে জমাট রক্তপিন্ডে এবং পরবর্তী চল্লিশ দিনে মাংশপিন্ডে রুপান্তরিত কর হয়।তারপর আল্লাহ তায়ালা চারটি বস্তু অর্থাৎ তার রিযিক,মৃত্যু,পুণ্যবানকিংবা দুর্ভাগ্যবান হবে এর হুকুম সহ একজন ফেরেসতা পাঠান।আল্লার শপথ,তোমাদের কেউ বা কোন ব্যক্তি জাহান্নামের উপযোগী কাজ করতে থাকে। এমনকি তার এবং জাহান্নামের মধ্যে মাত্র এক হাত কিংবা একগজের ব্যবধান থেকে যায়।এমতাবস্থায় অদৃষ্টলিপি তার উপর জয়যুক্ত হয়।আর সে জান্নাতের উপযোগী কাজ কর্ম করতে থাকে।পরিনামে সে জান্নাতে প্রবেশ করে। আর কোন ব্যক্তি জান্নাতের উপযোগী কাজ কর্ম করতে থাকে। এমনকি সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে মাত্র এক হাত বা আরও কম দুরত্ব থেকে যায়। এমনসময় অদৃষ্টলিপি তার উপর জয়যুক্ত হয়। আর জাহান্নামের উপযোগী কাজ করতে শুরু করে।অবশেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।