হাদীছ নং ৬১৬৩
হযরত আয়েশা (রাঃ)কর্তৃক বর্ণীত,(তিনি বলেন)আল্লাহ তায়ালা কশমের কাফ্ফারার আয়াত নাযিল করা পর্যন্ত আবু বক্বর (রাঃ) তাঁর কোন কশম ভঙ্গ করেননি। তিনি বলেছেন,আমি কোন শপথ করতে তার বিপরীত করাকে যদি উত্তম দেখি, তখন তাই করি;যা উত্তম- এবং শপথের কাফ্ফারা আদায় করি।