Open in alternate window

কিতাবুল ফিতনা

হাদীছ নং ৬৫৬২

হযরত আসমা(রাঃ) থেকে বর্নিত। নবী করিম (সঃ) বলেছেন,আমি আমার হাওজে আমার নিকট আগত লোকের অপেক্ষা করতে থাকব। তখন আমার সামনে থেকে কিছু লোককে ধরে নিয়ে যাওয়া হবে।আমি তখন বলব এরা যে আমার উম্মত।বলা হবে,আপনি জানেন না যে এরা পিছনে ফিরে গিয়েছিল (অর্থাৎ দ্বীন ত্যাগ করেছিল।