Open in alternate window

কিতাবুল আহকাম,

হাদিছ নং ৬৬৪১

হযরত আবু হুরাইরা(রাঃ) থেকে বর্নিত।রাসুলুল্লাহ(সঃ) বলেছেন,যে লোক আমার আনুগত্য করল সে যেন আল্লাহর আনুগত্য করল। যে লোক আমার নাফরমানি করল,প্রকৃতপক্ষে সে আল্লাহর নাফরমানি করল,প্রকৃতপক্ষে সে আমারই নাফরমান হল।