Open in alternate window

কিতাবুল ফারায়েজ

হাদীছ নং ৬২৫৯

হযরত জাবের ইবনে আবদুল্লাহ(রাঃ)থেকে বর্ণিত,তিনি বলেন,একবার আমি রোগাক্রান্ত হয়ে পড়েছিলাম। রাসুলুল্লাহ(সঃ)এবং আবু বক্বর(রাঃ)উভয়ে আমার পরিচর্যা করার জন্যপায়ে হেটে আগমন করলেন। তারা এমন সময় আগমন করলেন যখন আমি অচৈতন্য ছিলাম।রাসুলুল্লাহ(সঃ) অযু করে অযুর(উদ্বৃত্ত)পানি আমার উপর ঢেলে দিলেন।তখন আমার চেতনা ফিরে আসল। আমি জিজ্ঞেস করলাম,হে আল্লার রাসুল!আমি আমার ধন সম্পদ কি করব?কি ভাবে আমি তা বন্টনকরব? কিন্তু তিনি আমার প্রশ্নের কোন জবাব দিলেন না। শেষ পর্যন্ত মীরাছের (অর্থাৎ অংশ বন্টনের) আয়াত নাযিল হল।