হাদীছ নং ১১৫৭
হযরত আবু যর (রাঃ)থেকে বর্ণীত।তিনি বলেন রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,আমার প্রভুর নিকট ঃতে জৈনক আগুন্তুক এসে আমাকে জানিয়েছেন,অথবা তিনি বলেছেন।এ সুসংবাদ দিয়েছেন যে,আমার যে উম্মত আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা যায়,সে বেহেশ্তে প্রবেশ করবে।আমি জিজ্ঞেস করলাম যদি সে ব্যভিচার করে এবং যদি চুরি করে তবুও? তিনি বললেন (হ্যাঁ) যদি সে ব্যভিচারও করে এবং চুরিও করে।
 
 
 
