Open in alternate window

কিতাবুল ঈদাইন (177-211)

হাদীছ নং ৮৯৭

হযরত বারা'আ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,আমি রাসুলুল্লাহ (সঃ) ভাষন দিতে শুনেছি। তিনি (তাতে) বলেছেন, আজকের এ দিন কে যে কাজ দিয়ে শুরু করা উচিত,তা হল, প্রথমে আমরা নামায আদায় করব।তারপর ফিরে আসব এবং কোরবানী করব।কাজেই যে এরুপ করবে, সে আমাদের রীতি সঠিকভাবে পালন করল।