Open in alternate window

কিতাবুল ই'তিছাম

হাদিছ নং ৬৭৬৩

হযরত তারেক ইবনে শিহাব (রাঃ) থেকে বর্নিত।তিনি বলেন, জনৈক ইয়াহুদী ওমর রাঃ কে বলল,হে আমিরুল মুমিনিন! আপনাদের কিতাবের এ আয়াতটি"আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপুর্নতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পুর্ন করলাম।আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম"। যদি আমাদের ইয়াহুদী সম্প্রদায়ের উপর নাযিল হত, তবে আমরা ঐ দিনটিকে ঈদের দিন হিসেবে গন্য করতাম।ওমর(রাঃ) বললেন এ আয়াতটি কোনদিন নাযিল হয়েছে সে সম্পর্কে আমি অবশ্যই জানি।হজ্বের সময়,আরাফাতের দিন শুক্রবার এ আয়াত নাযিল হয়েছিল।