Open in alternate window

কিতাবুত তামান্না

হাদীছ নং ৬৭২২

হযরত আবু হুরায়রা(রাঃ) কর্তৃক বর্নিত।তিনি বলেন,আমি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি,যে সত্বার হাতে আমার জীবন তাঁর কশম। যদি মানুষ আমার পিছনে থাকা অপছন্দ না করত, পক্ষান্তরে আমি ও তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে অসমর্থ না হতাম, তাহলে আমি কখনো (জিহাদে যাওয়া হত) পিছনে পরে থাকতাম না। আমার একান্ত আকাঙ্খা যে,আল্লাহর পথে আমি শহূদ হই, পুনরায় জীবিত হই। আবার শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়, আবার আমাকে শহীদ করা হয়। আবার জীবিত করা হয়, আবার আমাকে শহীদ করা হয়।