হাদিছ নং ৬৭৪২
হযরত মালেক ইবনে হুওয়াইরিছ রাঃ হতে বর্নিত।তিনি বলেন,আমরা নবী করি (সঃ) এর নিকট আগমন করলাম।আমরা সবাই এক বয়সী যুবক ছিলাম।আমরা বিশ দিন পর্যন্ত তার নিকট ছিলাম।নবী করিম(সঃ)অত্যন্ত সহৃদয় ব্যাক্তি ছিলেন।তিনি অনুমান করতে পারলেন,আমরা স্ত্রী পরিজনের খেয়াল করছি এবং তাদের নিকট হতে বিচ্ছিন্ন থাকায় আমরা মানসিক অশান্তিবোধ করছি। তিনি জিজ্ঞেস করলেন আমরা কাদেরকে বাড়ী রেখে এসেছি।আমরা তাকে জানালাম।তিনি বললেন তোমরা স্ত্রী পরিজনদের নিকট প্রত্যাবর্তন কর।তাদের সাথে থেকে তাদেরকে দ্বীনের জ্ঞান দান কর এবং ভাল কাজের নির্দেশ দাও।রাবী বলেন,তিনি আরো কিছু কথা বলেছিলেন,কিন্তু আমি তার কিছু মনে রেখেছি আর কিছু ভুলে গিয়েছি।রাসুলুল্লাহ(সঃ) বললেন,আমাকে যেভাবে নামায পড়তে দেখেছ ঠিক সেভাবে নামায পড়বে।নামাযের সময় হলে তোমাদের কেউ একজন আযান দেয় এবং বয়োজ্যেষ্ঠ যেন তোমাদের ইমামতি করে।
 
 
 
